ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর
যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীরা গত এক বছরে বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল-এর চেয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক বেশি ব্যবহার করেছেন। গবেষণা প্রতিষ্ঠান হিটওয়াইজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ১৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী গত এক সপ্তাহে এই দুটি ওয়েবসাইট ব্যবহার করেছেন। এর মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন ৭.০৭ শতাংশ এবং গুগল ব্যবহারকারী ছিলেন ৭.০৩ শতাংশ।
সংস্থাটি আরও জানিয়েছে, এই প্রথম কোনো সপ্তাহে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে গুগলকে ছাড়িয়ে গেল। এটা খুব সামান্য পরিমাণে হলেও তা ফেসবুকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ, যা এক বছর আগে থেকে অন্তত দুই শতাংশ বেড়েছে। হিটওয়াইজ-এর মুখপাত্র হিদার ডর্থি বলেন, ফেসবুকের জন্য এটি একটি মাইলফলক।’
ফেসবুকের সদস্য সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণ হয়ে প্রায় ৪০ কোটিতে পৌঁছেছে। গত বছরের ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ২০ কোটি।
ফরেস্টার রিসার্চ নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক অজি রায় বলেন, ফেসবুকের প্রকৃত মূল্য ও সামাজিক যোগাযোগের বিষয়টি মানুষের কাছে এবার পরিষ্কার হলো।’- ফাইনান্সিয়াল টাইমস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।