বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রাত দেড়টার দিকে সাতরাস্তার মোড়ে একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিমার্ণাধীন ফ্লাইওভারের ঘিরে রাখা অংশের মধ্যে ঢুকে পড়লে নয়জন আহত হন। তাদের হাসপাতালে আনলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদের মধ্যে একজনের নাম মিরাজুল। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। তিনটি লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
পুলিশ কভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে খিলক্ষেত ওভারব্রিজের নিচে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মো. রবিউল (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।