আমাদের কথা খুঁজে নিন

   

প্রাকৃতিক সপ্তাশ্চর্য এবং আমাদের সুন্দরবন

দেশটাকে যেমন পেয়েছি, তার চেয়ে ভাল অবস্থানে রেখে যেতে চাই। -আরে আরে!! এইতো পায়ের চিহ্ন। এইদিকেই গেছে। -দাড়াও। ওই যে, কিসের যেন শব্দ শোনা যায়!! -ওইগুলো কি? দূরে দেখা যায়?? একসাথে এতগুলো!! চমৎকার তো! কোথায় আছে এমন? নানা রকম গাছ।

গাছে গাছে নানা পাখি। গাছের পাস দিয়ে যাবার সময় প্রমানরূপে রেখে যাওয়া আমাদের গর্ব রয়েল বেঙ্গল টাইগার এর পায়ের চিহ্ন। যে বাঘ দেখিয়ে আমরা এখনও মাঝে মাঝে ভয় দেখায় ক্রিটেকীয় বড় বড় পরাশক্তিকে। বনের মাঝে বিচরন করছে একগুচ্ছ চিত্রা হরিণ... গাছে গাছে ঝুলে থাকা মৌচাক। ভাবা যায়!! বনের মধ্য দিয়ে আঁকাবাকা পথে সমুদ্রের দিকে ছুটে চলেছে কিছু নদী।

তাদেরই তীর ঘেঁষে হুমরী খেয়ে পড়তে চাচ্ছে যেন সুন্দরী বৃক্ষ ! সেই নদী বেয়ে ভ্রমণ এর সময় মনে হচ্ছে ট্রলার থেকে কি পানিটা ছুয়ে দেখব?? দেখি ই না, কেমন লাগে?? সেখানে আবার অপেক্ষা করছে কুমির। । এরকম অনেক অনেক আশ্চর্য অপেক্ষা করে আছে আমাদের সুন্দরবনে। এই দৃশ্যগুলো আমরা দেখি। সময় এসেছে বিশ্বকে দেখাবার।

আমাদের দেশটাকে প্রকৃতি কিছু দিতে কার্পণ্য করে নি। দূর্ভাগ্য আমাদের, আমরা সবাইকে জানাতে পারি নি। এখন সময়টা আমাদের। জানাতে হবে। আর আমরা জানি আমরা জানাতে পারব।

হোক না আমাদের দেশ অনেক ছোট! তাতে কি?? এই ছোট তে যা আছে তা নিয়ে রীতিমত গর্ব করা যায়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আমাদের সুন্দরবন যে উপরে উঠে এসেছে সেটা তার প্রমান বহন করে। এখন এসেছে সময় জাইগা টা ধরে রাখার। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। দেশকে কিছু দিয়ে তার প্রতিদান দেয়ার দুঃসাহস আমাদের নেই।

কিন্তু একটূ চেষ্টা করে দেখি ই না!! আমরা সব ই পারি। দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশকে বাইরে একটূ অন্যভাবে দেখা হয় আমাদের ই ভূল এর কারনে। এখন আরেকবার আমরা আমাদের পরিচয় প্রকাশ করি যেটা হবে গর্ব করার মত। প্রাণআপ এর মত কোমল পানীয় খেয়ে তো আমরা কত নেতাকেই ভোট দিলাম!!! এবার ভোট দি দেশের জন্য। মন থেকে।

নিজে দি। অন্যকেও দিতে বলি। আমাদের সবচেয়ে বড় যে শক্তি সেটা হল আমাদের জনসংখ্যা। সেইটাই কাজে লাগাই। প্রায় ১৭ কোটি মানুষ আমাদের।

৭ কোটি এর বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। সবাই ভোট দিলে !!! সত্যি ই তো। অনেক সোজা হয়ে গেল না ব্যাপারটা?? আসুন পর্যটনের এক নতুন দরজার তালা খুলে দি। আশা রাখছি ১১-১১-১১ এবার আমাদের হবে। ভোট প্রদানের নিয়ম: মোবাইল ফোনের মাধ্যমেঃ ১।

মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন "SB" তারপর পাঠিয়ে দিন "16333" নাম্বারে। কষ্ট করে পারলে একটু একাধিক ভোট দিয়েন। SMS চার্জ ভ্যাটসহ ২ টাকা ৩০ পয়সা মাত্র! যেকোন এয়ারটেল বাংলাদেশ, বাংলালিঙ্ক, সিটিসেল, গ্রামীণফোন, রবি অথবা টেলিটক নম্বর থেকে ভোট দেয়া যাবে। ইন্টারনেটের মাধ্যমে: যারা ই-মেইল ব্যবহার করে দিতে চান তাদের জন্য। আপনি একটি ই-মেইল আই,ডি দিয়ে একবার-ই মাত্র ভোট করতে পারবেন।

ভোট দেবার নিয়মাবলি: ১। এই লিঙ্কটিতে যানঃ http://www.new7wonders.com/vote-2 ২। সুন্দরবন সহ আরো ৭টি স্থানের নাম নির্বাচন করুন। ( বাকি ৬ টা অপেক্ষাকৃত কম ভোট পাওয়া স্থানগুলি নির্বাচন করুন। ) ৩।

ভোট দানের বক্সটির ঠিক নিচে যে তথ্যগুলো চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করুন। ৪। সব তথ্য ঠিক মতন দেবার পর "SEND YOU VOTE" বাটনটিতে ক্লিক করুন। ৫। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

New 7 Wonders কর্তৃপক্ষের থেকে আপনার দেওয়া ই-মেইল আই,ডি তে একটি লিঙ্কসহ ই-মেইল পাঠাবে আপনার ভোট নিশ্চিত করার জন্য। আপনি লিঙ্কটিতে ক্লিক করে আপনার মূল্যবান ভোটটি নিশ্চিত করুন। চলুন সুচনা করি একটা নতুন দিগন্তের... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.