masud_khan@yahoo.com
কীভাবে যে ক্রমে ক্রমে বদলে যায় নামরূপ, অভিধা তোমার !
এ-ভুবনে কতভাবে কত
বিশেষ্যবিধুর ক্রিয়াকৌশলের ফাঁদে ধরা পড়ে যায়
কত-না ব্যাকুল বিশেষণ, আর্ত অব্যয় !
চারদিকে সার্থক ও নিরর্থক কত ধ্বনিপুঞ্জ
ধ্বনির বাঙ্ময় লীলা, লাস্য, রতিপুলকের বেগ
অহেতুক হেসে ওঠা বাক্য
তুবড়ি ছোটানো সংজ্ঞাধারা
থকথকে শব্দক্বাথ, বল্গাছেঁড়া মুখরিত মতামত, তাতানো টীপ্পনী...
ছুটে চলে ইতস্তত কখনো প্রগলভ
কখনো-বা লঘু ও নির্ভার...
এসবেরই মাঝে, মাঝে-মাঝে, দিগ্বিদিক ছোটাছুটি করে
ডুকরে-ওঠা কিছু বাগধারা।
এই উন্মাতাল দিনে এতসব হুল্লোড়ের মধ্যে
এত বৃষ্টিবাতাসের মধ্যে
কীভাবে আবার তুমি ধারণ করবে বলো
ফেলে-আসা সেই আদি বিশেষ্যস্বভাব ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।