আমাদের কথা খুঁজে নিন

   

প্রাকৃতিক বিপত্তি



আমায় ডেকো না তুমি মেঘলা বৃষ্টিরাতে বৃষ্টিকে ভয় পাই - প্রতিযোগীরূপে; আমার চেয়ে বহুগুণে রোম্যান্টিক সে- সজল দৃষ্টিতে ডেকে নিতে পারে ছাদের প্রাণ্তরে; মেয়ে আচ্ছন্ন তুমি কখন চলে যাবে জলের অধিকারে এই ভয়ে হয়তো জমবে না শোণিতের কোলাহল; রাত্তিরে বৃথা যাবে আমাদের যাবতীয় পার্থিব আয়োজন। আমাকে পাবে না তুমি ভরা পূর্ণিমায়; চাঁদের আলোয় ভর করে অপার্থিব তৃষ্ণা - গোগ্রাসে গিলে যাই জ্যোৎস্নায় আলোকিত প্রান্তর-পথঘাট-জলা-নদীতীর-হিজলের বন। যদি পাশে থাকো, উপেক্ষাই পাবে শুধু - দেশলাই কাঠি সিগ্রেট ধরিয়ে ফেলার পর। ডাকো যদি অরণ্যে তোমার জানিনা কি হবে - কোথায় হারিয়ে যাব - জানিনা, কেন যে আমাকে টানেনা ওই জংলা মরুস্রোত শুধু চূড়ায় চূড়ায় রাখি বিষাক্ত চুম্বন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.