ৃদহডস্বডগাবডগানড
ডেসটিনি রিপোর্ট
পঞ্চম বছর পার করে ষষ্ঠ বছরে পা রাখলো দৈনিক ডেসটিনি। দীর্ঘ এ পথ চলায় সত্যকে ধারণ করে সর্বপ্রথম দেশের স্বার্থ, মহান মুক্তিযুদ্ধ ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষেই থেকেছে এ সংবাদপত্র।
সূচনা থেকে বহু চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক ডেসটিনি এখন বহু মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দ আয়োজনের বিশালযজ্ঞে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মানিত হচ্ছেন ৭ জন গুণী।
জুলাই ২০০৬-এ দৈনিক ডেসটিনির কার্যক্রম শুরু হয়।
প্রথমে কিছুদিন ট্যাবলয়েড আকারে, পরে ৯ জুন ২০০৭ তারিখে দৈনিক কাগজের প্রচল ধারার ব্রডশিটে প্রকাশিত হয় দৈনিক ডেসটিনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি বছরের মতো এবারো বৈচিত্র্যময় আয়োজন করেছে দৈনিক ডেসটিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সকাল থেকে অনুষ্ঠান শুরু হলেও এর মূল পর্ব শুরু হবে বিকাল ৩টায়।
প্রতি বছরের মতো এবারো দেয়া হচ্ছে গুণীজনদের বিশেষ সম্মাননা। দৈনিক ডেসটিনির বিশেষ নির্বাচক কমিটির মনোনয়নের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৭ জনকে দেয়া হবে বিশেষ সম্মাননা। এবার সম্মাননা পাচ্ছেন যাঁরা_ শিক্ষায় আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যে রিজিয়া রহমান, স্থাপত্য শিল্পে মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধে মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, অর্থনীতিতে অধ্যাপক আবুল বারকাত, ক্রীড়ায় রাণী হামিদ ও চলচ্চিত্রে অভিনেত্রী রানী সরকার। নির্বাচিত প্রত্যেকে সম্মাননা-স্মারক হিসেবে পাবেন ১ লাখ টাকা ও একটি সম্মাননা ক্রেস্ট।
সকাল ১০টা থেকে শুরু হবে প্রথম পর্ব।
এ পর্বে সারাদেশ থেকে আসা দৈনিক ডেসটিনির ব্যুরো চিফ, জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেবেন; তৈরি হবে এক মিলনমেলার। বিকালে সম্মাননা পর্ব শেষে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।