আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম অসলো, নরওয়ে।

নোবেল শান্তি পুরস্কার প্রদানের শহর অসলো নরওয়ে ঘুরে এলাম গতকাল। উপসালা থেকে সকাল ৭টায় ট্রেনে করে সরাসরি অসলো। চমৎকার ট্রেন সার্ভিস। ইউরোপের সবচেয়ে বড় সুবিধা হলো এদের যোগাযোগ ব্যবস্হা। পৌছাতে মোট সময় লেগেছে সাড়ে ৭ ঘন্টা।

দুপুর আড়াইটায় অসলো সেন্ট্রাল স্টেশন আমাদের ট্রেন থামার পর আমরা প্রথমে গেলাম অসলো রেড হাউস, সেখান থেকে অসলো নোবেল শান্তি পুরস্কার প্রদানের স্হানে। পাশাপাশি চললো এলোমেলো ঘোরাঘুরি। বিকেলে আমার চলতি ট্রেন ধরে আমরা গেলাম অস শহরে আমার এক দেশীয় ভাইয়ের আতিথিয়তা গ্রহন করতে। আমরা মোট ১১ জন ছিলাম। রাতে শোভন ভাইয়ের বাসায় সেই রকম খানাপিনা করে সারারাত আড্ডা।

পরদিন আবার অসলো শহর। ঘুরলাম অসলো ভিজিলেন্স পা্র্ক, রাজ বাড়ী, ইউনিভার্সিটি, ভাইকিং মিউজিয়াম। দুপরে ইন্ডিয়ান রেসটুরেন্ট এ খাওয়া দাওয়া সেরে বিকেলের ট্রেনে আবার উপসালা। অসলো শহরের সাথে সুইডেনের তুলনা করলে প্রথমেই বলতে হবে পরিস্কার পরিচ্ছন্নতা। নরওয়ে অনেক অপরিস্কার আর নোংরা যদিও শহরটা অনেক ছোট।

আমাদের ঢাকা শহরের তিনভাগের এক ভাগ ও না। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা দেখলাম সেটা হলো এখানে প্রকাশ্য দিবালোকে মাদক কেনাবেচা। ইউরোপের অনেক দেশ ই আমার ঘোরার সুযোগ হয়েছে কিন্তু প্রকশ্যে মাদক কেনাবেছা এই প্রথম দেখলাম। যাই হোক না কেনো ভ্রমনটা সব মিলে ভালোই ছিলো। কিছু ছবি দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.