যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি মারুফ হাসান স্বপন ১৯-০৮-০৭ (৩.১৫টা), ঢাকা (রচনা কাল) খবর এল কিছুক্ষণ আগে, মরে গেছে বাবুভাইয়ের মা। চমকে উঠি! নয় ঘাটের মরা, ছিলনা তেমন চামড়ায় ভাজ। মুখে চকচকে হাসি সবসময়, ষোড়শী বুড়ি। গত দিনও উচ্ছাসিত, বেঁচে থাকার হিসেবনিকেশ, ভবিষ্যত পরিকল্পনা। এই মায়ের মাতৃত্বের গন্ধে সমস্ত বাড়ি ম ম.. এই তো গতদিনও তোমার আচলতলে আমরা সবাই। যার এতটুকু অশ্রু হতো বিষাদ ভরা পৃথিবী। কত যত্ম, কত আবদার, কত মমতা। আশ্চার্য! এখনও যে সে মর্গে পরে আছে একাকী এক নীরেট বস্তুর মত আরো দুতিনটে বিভৎস্য, বিকৃত লাশের পাশে। এখন কেমন আছ মা তুমি ক্ষমতাহীন এই পৃথিবীতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।