সেরে যাবে ডায়াবেটিস! ডায়াবেটিস রোগীদের জন্য একটা প্রেরণাদায়ী সুসংবাদ! টাইপ টু ডায়াবেটিস সম্ভবত দূর করা সম্ভব। ‘নির্মূল করা সম্ভব’_এখনো এ কথাটি জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ গবেষণার ফল অনুকূল হওয়ার পরও বিজ্ঞানীরা আরো সময় নিচ্ছেন।
জানাচ্ছেন, আরো গবেষণা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত। খাদ্যাভ্যাস বিষয়ের এ গবেষণা আনকোরা না হলেও রোগটির চিকিৎসায় এ গবেষণাকে ‘চমৎকার অগ্রগতি’ হিসেবেই দেখছেন চিকিৎসাবিজ্ঞানীরা।
তাঁরা আশা প্রকাশ করেছেন, এ গবেষণা সফল হলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা নিজের প্রতি একটু যত্নবান হলেই রোগটি থেকে মুক্তি পেতে পারে। কী করে সেটা সম্ভব? গবেষণার ফল বলছে, খাদ্যাভ্যাসে একটা বড়সড় পরিবর্তন আনলেই রোগটিকে প্রথমে নিয়ন্ত্রণ, পরে প্রতিরোধ করা সম্ভব। আর প্রতিরোধ প্রক্রিয়া সফল হলে হয়তো রোগটি নির্মূলও করা যাবে রোগীর দেহ থেকে।
এ পর্যন্ত যে গবেষণা তার বৃত্তান্ত হচ্ছে, যুক্তরাজ্যের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১১ জন রোগীর ওপর তিন মাস ধরে গবেষণা চালান, যারা চার বছর আগ থেকেই ‘টাইপ টু’ ডায়াবেটিসে আক্রান্ত। বাকীটুকু এই লিংকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।