আমাদের কথা খুঁজে নিন

   

কয়লাভিত্তিক বিদ্যুৎ 'সমীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে ভারতীয় কোম্পানি'////ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

I never knew how to worship until I knew how to love. - খুলনায় যৌথ উদ্যোগে ১৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভারতীয় কোম্পানি এনটিপিসি খসড়া সমীক্ষা প্রতিবেদন জমা দিয়েছে। রোববার সংসদে নজরুল ইসলাম মঞ্জুর এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে আশা করা হচ্ছে। সাংসদ সালমা ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতিরিক্ত ৪ হাজার ৫০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার ৪১ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ এর মে মাসের মধ্যে ৩৯ টি চুক্তি স্বাক্ষর করেছে। তিনি জানান, ইতোমধ্যে ১৫ টি বিদুৎ কেন্দ্র উৎপাদনে গেছে এবং ১,২০১ মেগাওয়াট বিদুৎ উৎপাদন করছে।

বাকি ২৬ টি বিদুৎ কেন্দ্র স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। জ্বালানি ও বিদুৎ খাতের সমন্বিত এবং সুষম উন্নয়নের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় ২০১৬ সাল নাগাদ মোট ১৫ হাজার মেগাওয়াট বিদুৎ উৎপাদন করা হবে বলে সংসদকে অবহিত করেন মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল এবং নবায়নযোগ্য শক্তির উপর জোর দিচ্ছে। প্রতিমন্ত্রী আরো জানান, ৩ হাজার ৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকারি ও বেসরকারি খাতে ৩০ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত চুক্তিগুলো আগামি ছয় মাসের মধ্যে সই হবে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জামালগঞ্জ, বড়পুকুরিয়া, ফুলবাড়ী, খালিসাপাড়া ও দীঘিপাড়ায় কয়লার মজুদ আবিষ্কৃত হলেও এর মধ্যে কেবল বড় পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা হচ্ছে। এ খনির সম্ভাব্য মজুদের পরিমাণ ৩৯ কোটি টন। এ খনির দায়িত্বপ্রাপ্ত চীনা প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানি লিমিটেড গত পাঁচ বছরে ৩০ লাখ টনের মতো কয়লা উত্তোলন করেছে। গত অর্থবছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৫ লাখ টন ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ৩ লাখ ২০ হাজার টন কয়লা বিক্রি করেছে তারা।

চলতি বছর আগস্টেই বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানির সঙ্গে সরকারের চুক্তি শেষ হচ্ছে। ইতোমধ্যে নতুন ঠিকাদার নিয়োগের জন্য দরপত্রও ডাকা হয়েছে। বিদ্যুৎ আমদানি প্রতিমন্ত্রী সংসদকে জানান, নেপাল, ভারত ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ২০১৩ সাল নাগাদ ভারত থেকে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেনা ১২৬ কোটি টাকা।

প্রতিমন্ত্রী আরো জানান, দেশের ২৯ টি জেলা গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় রয়েছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আরো গ্যাস পাইপলাইন স্থাপন ঠিক হবে না। সরকার দৈনিক গ্যাস উৎপাদন ২৮৪ মিলিয়ন ঘনফুট বাড়িয়েছে এবং ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে আরো ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান এনামুল হক। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশে গ্যাসের বর্তমান চাহিদা ২,৫০০ মিলিয়ন ঘনফুটঅ আর উৎপাদন হচ্ছে ২০০০ মিলিয়ন ঘনফুটের বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.