পরিবেশবিদদের এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এক্ষেত্রে তার দলের সমর্থন দেয়া হবে।
শনিবার বিকালে শাপলা চত্বরে ১৮ দলীয় জোটের সমাবেশে খালেদা বলেন, “ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাগেরহাটের কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। এটা হলে সন্দুরবনে কোনো গাছপালা, পশু-পক্ষী, বাঘ কিছুই থাকবে না। সুন্দর বন শেষ হয়ে যাবে। ”
“এর ফলে পরিবেশ বিপর্যয় ঘটবে।
জলাবায়ু পরিবর্তন হবে। গাছ-পালা কিছুই হবে না। এমনিতে বিভিন্ন নদীতে বাঁধ দেয়ার ফলে আমাদের অনেক নদী শুকিয়ে গেছে। ”
এরই মধ্যে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি চুক্তি হয়েছে। তবে সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন হুমকির মুখে পড়বে বলে দাবি করে আসছেন পরিবেশবিদ, বিশেষজ্ঞ ও রামপালের স্থানীয় বাসিন্দারাও।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের স্বার্থে এই প্রকল্প বন্ধ করুন। সরকারকে বলছি, ওই প্রকল্প থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যাবে, তার থেকে বড় বিপর্যয় ঘটবে পরিবেশের। তাই এটি বন্ধ করুন। ”
সুন্দরবন রক্ষায় পরিবেশবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আন্দোলন করুন। আমি ও আমার দল এতে সমর্থন জানাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।