হয়তো আমি একাই... ভালোবাসি তোমাকে, ভোরের স্নিগ্ধ বাতাসের মতো; আলো-আধারীর রাত্রী শেষে.মোর জীবন আলোকিত। ভালোবাসি তোমাকে, পড়ন্ত বেলার প্রখর রৌদ্দুরের মতো; ক্লান্ত পথিকের বেশে খানিক ছায়ার প্রতিক্ষারত। ভালোবাসি তোমাকে, দুপুরের প্রাণহীন একাকিত্বের মতো; প্রাণের আবেগে তোমাতে হারিয়ে যাওয়ার চেষ্টায় মত্ত। ভালোবাসি তোমাকে, বিকেলের শান্ত-শ্যামল নির্মলতার মতো; তোমার পরশে শান্তির ছায়ায় জীবন প্রাণবন্ত। ভালোবাসি তোমাকে, সাঁঝ বেলার বর্ণীল আভার মতো; দিশেহারা হয়ে ছুটে চলা ভুলে জীবনের দুঃখ যতো। ভালোবাসি তোমাকে, নীর্জন রাতের তারা ভরা আকাশের মতো; জানি তুমি ই মুছে দিবে আমার সকল হৃদয় ক্ষত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।