FROM MIRPUR DHAKA
ভোরের হালকা আলোর উজ্জলতা চোখে পরায়
আমার ঘুম ভাঙলো আজ, অপূর্ব এক মিষ্টি আভায়
চেয়ে দেখি,
মেঘহীন পূর্বাকাশ রক্তিম আভায় রাঙানো
কিসে এক আর্শ্চায নতুনত্ব বিরাজ করছে তাতে
এতদিনের মেঘাচ্ছন্ন বারিপাতের পর আশার আলো
মনে হচ্ছে,
বহুদিনের যুদ্ধক্লান্ত সৈনিক এক মুক্তভুমিতে পর্দাপণ করছে ধীর পায়ে
বক্ষবসন তার রক্তাক্ত, শত আঘাতে র্জজরীত
শত অন্যায় অত্যাচার ঠেলে আসছে সে।
অনেক দিনের কাঙ্খিত স্বাধীনতা বয়ে আনছে যেন
তারই অলৌকিক জ্যোতিতে-
ক্রমশঃ ঘুচে যাচ্ছে রাতের আঁধার
এক এক করে খুলে যাচ্ছে পরাধীনতা জড়ার্জিণতা,
অজ্ঞতা আর দাসত্বের লৌহশৃংখল, রূদ্দদ্বার।
মুছে যাচ্ছে প্রকৃতির অতিতের বিবর্ণ মলিন রূপ।
রূপান্তরিত হচ্ছে আর্শ্চায রূপে, অপূর্ব মোভায় সৌন্দর্য্যে
পাখপাখালি, গাছপালায় জেগেছে প্রান চাঞ্চল্য।
বিগত দিনের অক্ষমতা
বিগত দিনের বিভিষকা ভুলে
পার্থিব সকল কিছু হাসি মুখে স্বজীব পবিত্র চিত্তে
স্বাগত জানাচ্ছে স্বাধীনতার সুর্যকে
আপন হৃদয়ে হৃদয়ে।
আজি এ সুমধুর ক্ষনে, আমি যে দেখছি
আমিও তোমাকে জানাই রক্তিম সম্ভাষন
হে রক্তিম সূর্য
তুমি প্রবল পরাক্রম নিয়ে এগিয়ে এসো
এই কলংকিত পৃথিবীতে তোমার আলোক স্পর্ষে
মুছে যাক অজ্ঞতা, মানুষে মানুষে গড়ে উঠুক
সাম্যতা, জেগে উঠুক সকল বঞ্চিত, নিপিড়িত
সংগ্রামী মানুষ এবং
প্রতিষ্ঠা করুক তাদের স্বাধীকার।
হে রক্তিম সূর্য,
তোমার প্রবল উজ্জলতা আর প্রখরতায়
আলোকিত হউক সকল অন্ধকার, ঝলসে যাক
শোষক শ্রেনী, ধ্বংস হউক পূজিঁবাদী সাম্রাজবাদ
নিপাত যাক যত যুদ্ধবাজ ঘৃনিত চক্র
জয় হউক নিপিড়িত মানুষেরা
তাই আজি এ প্রভাতে জানাই তোমায়
সুপ্রভাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।