আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে আমি স্বাধীন (১৪/০৯/১৯৮৫) মরহুম গাজী ফরিদ আহম্মেদ

FROM MIRPUR DHAKA

যেখানে বিশাল আকাঁশ মেঘের বিচ্ছিন্নতায় পূর্ণ যেখানে প্রকৃতির পবিত্রতা আর সজীবতার নেই কার্পন্য, বাতাস হয় যেখানে মুক্ত চাঞ্চল্যের মাদকতায় মাতাল, তরুরাজি ও গাছপালার গভীরতায় যেখানে ঘুমের নেই রুক্ষতা মুক্ত পাখিদের কলকাকলীতে মুখরীত সব রোমাঞ্চিত হয় চারিধার সেখানে ফাগুন ফিরে আসে বারবার নিজেকে হারিয়ে ইচ্ছে করে কোন এক পড়ন্ত সাঁঝে সেই মানুষ্যহীন নিজনতার মাঝে। সব ফেলে, আমি সব ফেলে ক্ষুধা, মৃর্ত্য আর বিভিষীকার খাম খেয়ালীর উম্মত্ততা ছেড়ে স্বার্থনেসী মানুষের বুভুক্ষতা যেখানে, যেখানে মানুষের হিংসা আর হিংস্রতার চাপে শান্তি হয় বিব্রত ও লাঞ্ছিত, সেখানে যন্ত্রদানবের কোলাহলের মাঝে হারিয়ে যায় আমার ভালবাসা যেখানে চার দেয়ালের মৃত্যু কুঠরীতে মাথা ঠুকরে পরাধীনতাকে মেনে নিতে হয় সে সব ছেড়ে চলে যাব সেই কাঙ্খিত নির্জনতায় যেখানে আমি স্বাধীনঅ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.