আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত রই

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... আহা বৃষ্টির টাপুর টুপুর ছন্দ খেলায় মন নাচছে আজ বড় দুঃখ্‌খো ভেলায়, উদাস সুরের নিমগ্ন সেই সুর সাধনে জাগে প্রাণ কি শিহরণ মনের মাঝে। নাচছে হাওয়া যেন আজ সব ভুলে উছলে উঠে জীবন নদী দুঃখ্‌খো রাগে, ছুটছে মন বৃষ্টির সাথে তালে তালে সব বাধন ছিন্ন করে স্মৃতির পানে। উদাসি মন খুঁজে ফিরে কেবলি এখন যে ছিল বড় আপন হৃদয়ের কাপন, ছিন্ন করেছে সে বাধন কিসের টানে যে ব্যাথা আজো প্রাণে শূণ্যতা আনে। যে আমায় একা ফেলে গেছে চলে হৃদয়পটে বারেবারে তারি ছবি কেবলি ভাসে, ভেঙ্গে গেছে আমার স্বপন রঙ্গীন জীবন পাই না খুঁজে আলো ঝাপসা এখন। চোখাচোখি হাতাহাতি চঞ্চল দু'জনা করে খুনশুটি কান্না হাসির কত কথা কত লুকোচুরি, কতটা আকুল শূণ্য প্রাণে ধুধু খালি আজো ব্যাকুল হৃদয় কাঁদে হুহু করি। ক্ষত বিক্ষত প্রাণে কত অব্যাক্ত ব্যাথা আজো সঞ্চিত যাতনা বড় অপ্রকাশিত ভাষা, বিষাদের বাস মনের গহীনে থাকে সন্তর্পণে আমার আকাশ কষ্ট নীলে সাজে বিষাদনীলিমাতে। সুখের পায়রা উড়ে গেছে সুখের সন্ধানে করি বন্দনা তার ত্বরে অন্তর-জ্বালা ভুলে, যে মালা হয়নি পড়া গেছে শুকিয়ে সেই ক্ষণিকা থাকুক সেথা থাকুক পূর্ণতাতে। নীলে নীল নগ্ন নিষ্ঠুর নীলাম্বরীর নয়ন কৃষ্ণ কুটিল কতটা জটিল ঐ নারীর মন! তপ্ত তৃষা তৃষিত আশা হায়রে সর্বনাশা ধ্বংস খেলা কাটে বেলা জীবনের কীর্তিনাশা। তবু এ প্রাণ স্মরণে স্মরণে ক্লান্ত বড় পোড়া মন যে বুঝেনারে বাড়ায় ক্ষত, কি অভিলাষে যাতনা পুষে দগ্ধ হই ব্যাথা প্রাণে বিষের বাণে বিমূর্ত রই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।