আমাদের কথা খুঁজে নিন

   

বিমূর্ত গোলাপ

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...

গোলকের বর্ণিল বাগানে ফুটে আছে প্লাস্টিকের ফুল, সূর্যাস্তের দিক থেকে ভেসে আসে নর্দমার হাওয়া। রক্ত, ঘাম, স্বপ্নের হাতে রুয়ে দেয়া আকঙ্ক্ষার গান ৫২, ৭১ পেরিয়ে স্তম্ভিত ৯০এর ডলবি সারাউন্ড ড্রইংরুমে। লোভের ফার্নেসে প্রস্তুত যখন সেক্সডলের গোলাপী গতর ফুলির মা আর উঠান আগলে ক্যামনে তাড়ায় ওপাড়ার মোরগ? কামার্ত অগ্রগমনের মুখে কবিতা, গান, নৃত্য, ছবি- কল্পনা বিস্রস্ত আব্রু কি ঢাকতে পায় অপসৃয়মান বাউলের উত্তরীয়? আর কী হবে পিছু ডেকে বংশী হাতে ওহে রাখাল বালক সীসার তকমায় ম্লান যখন বিমূর্ত গোলাপের কণ্ঠস্বর?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।