সময়ের সমুদ্রের পার--- কালকের ভোর আর আজকের এই অন্ধকার একটি সহজ-সরল আলাভোলা পোস্টঃ
চল্লিশ পিচ নতুন কাপড় নিয়ে আজ ঘুমাব। কাপড় গুলোর রং আকাশী। সুগন্ধ আছে। ২৫ তারিখে চল্লিশজন এতিমকে দিব। তাদের মুখে হাসি-ফুটবে।
আমাদের মুখেও হাঁসি ফুটবে।
আমি বলব: আহা !! কি আনন্দ আকাশে এবং বাতাসে।
ও আচ্ছা আসল কথায় বলা হয় নি। ২৫ তারিখ ইফতার মাহফিল ও ইদবস্ত্র বিতরন হবে। রংপুরের বিখ্যাত চায়নিজ রেস্তোরা ক্যাসপিয়ায় হবে প্রোগ্রাম।
উত্তরবঙ্গের শ্রেষ্ট ডাক্তারদের হাত দিয়ে এই বস্ত্র বিতরনের ইচ্ছা আছে। সমাজের সবচাইতে উচু শ্রেনী আর নিচু শ্রেনীর এতিমরা এদিন এক হবে। একসাথে ইফতার নিবে।
ঈদের আগে ঈদের চাইতে বেশী খুশী নিতে চাইলে...
কন্ট্যাক্ট করুন। আপনি সাদরে আমন্ত্রিত ভাই।
ও আচ্ছা!!!
আপনার ধর্ম-বর্ন-জাতি-গোত্র-রাজাকার-মুক্তিযোদ্ধা কোন পরিচয় পত্র দেখাতে হবে না।
আমি কাজে বিশ্বাস করি। এই সৎকাজে... এই বিরল মুহুর্তটি উপভোগ করতে... আপনার দাওয়াত।
আকাশের দিকে তাকান।
মন্দ মন ভালো হবে।
আকাশ ফাটানো গনগনে চাঁদ। উত্থাল-পাথাল না হলেও পরিষ্কার ঝকঝকে আকাশে একটা গোল গামলা ঝুলে আছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।