ক্লান্ত পথিক বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, নদে এলো বান, রাজনীতির প্যাঁচ গণিতে, ওষ্ঠাগত প্রাণ । নৌকা নাকি ধান, মাঝে লাঙ্গল চাচা ফাও, সত্যি বলছি ভিক্ষা চাইনা, কুত্তা সামলাও। হাজার মিথ্যে আশ্বাস, আর আমাদের নাভিশ্বাস, ওদের কিছুই যায় না এসে, হোক না দেশের সর্বনাশ! রাজনীতি আজ রাণীর খেয়াল, কিংবা হাতের মোয়া, ওরে বাঙালি অট্ট হাস্ , দেখ্ নিজের জীবন্ত লাশ, মন আনন্দে টেনে যা, সাত টাকার ধোঁয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।