আলো অন্ধকারে যাই...
দূরের মানুষরা আমাকেও অহংকারী বলে।
হল লাইফে পলিটিক্যাল ফ্রেন্ডরা মজা করে ডাকতো 'মিনিস্টার'
হাসি পেত, রাগও হতো।
আমার পৃথিবীর রাজা আমি
আর রাজারা সবাইকে কেয়ার করে চলবে...
এমন তো কোনো কথা নেই।
''অহংকার'' শব্দটি আমার ঠিক বোধগম্য নয়
যতদূর বুঝি, 'আত্নবিশ্বাস' অহংকার নয়।
তবুও তোকে প্রশ্ন করতে ইচ্ছে করে..
কিসের এত অহংকার তোর ??
আত্নবিশ্বাসের অহংকার নাকি অহংকারের আত্নবিশ্বাস !?
তবুও অহংকার বলে যদি কিছু থেকেই থাকে..
বুকের পাজর খুলে
সে পাজরকে থালা বানিয়ে
সালাদের মতো করে সে অহংকার
পরিবেশন করেছিলাম তোর টেবিলে
কাটাচামুচ দিয়ে তুই তা ছিন্নভিন্ন করে দিলি ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।