আমাদের কথা খুঁজে নিন

   

দাহকালের চিঠি (৬)

আলো অন্ধকারে যাই...

সেদিন কুপার্সের সামনে দাঁড়িয়ে হঠাৎ তোর মতো কাকে যেন দেখলাম মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলাম সাথে সাথে আমি চাই না তোর সাথে দেখা হোক আর কোনদিন। যদি সামনাসামনি হয়েই যেতাম...কথা বলতি ? ...কিজানি হয়তো আগ বাড়িয়ে আমিই কথা বলতাম ক্যাম্পাসে বন্ধুরা আমাকে লোকাল ট্রেন ডাকতো বন্ধু বাৎসল্যে আমার নাকি জুড়ি নেই। ইদানীং তোকে লিখতে বসলে কথা খুজে পাই না। কি বলবো ? সামনে তো লম্বা ছুটি পাবি বন্ধুদের সাথে ঘুরে আয় কোথাও থেকে মনটা ভালো লাগবে। আশা করছি ভালো আছিস নতুন জীবন তোকে নতুন জীবন দিক এটাই প্রত্যাশা করি।

ঈদের ছুটিতে বাড়ী যাচ্ছিস নিশ্চই.. সাবধানে যাস। ঝিলমিল আনন্দে ঈদ কাটুক তোর। আমি ভালো আছি। আগের ঠিকানাতেই। হয়তো বদলাবো শিগগিরই।

আর খুঁজে পাবি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।