আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনায় শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার সর্ববৃহৎ ফুটবল উৎসব কোপা আমেরিকা ২০১১

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<< আগামী ১লা জুলাই থেকে শুরু হচ্ছে লাতিন আমেরিকার সর্ববৃহৎ ফুটবল উৎসব “কোপা আমেরিকা আর্জেন্টিনা ২০১১”। এবারের আসর বসবে আর্জেন্টিনায়। ১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে আর্জেন্টিনা বনাম বলিভিয়া’র উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হবে ২০১১ সালের কোপা আমেরিকা। এবার সর্বমোট ১২টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া ও কোস্টারিকা ; গ্রুপ ‘বি’-তে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল, প্যারাগুয়ে, ভেনিজুয়েলা ও ইকুয়েডর এবং গ্রুপ ‘সি’-তে রয়েছে উরুগুয়ে, মেক্সিকো, চিলি ও পেরু। আগামী জুলাই মাসের ২৪তারিখে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়েরস্-এ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে ২০১১ সালের কোপা আমেরিকা কাপ। উল্লেখ্য, সর্বশেষ কোপা আমেরিকা কাপ হয়েছিল ২০০৭ সালে ভেনিজুয়েলা’য়। সেই আসরে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। >>>আরো তথ্য ও সবসময় আপডেটেড থাকার জন্য এখানে যোগ দিতে পারেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।