বার্সেলোনার বিশ্বসেরা তারকা লিওনেল মেসি এবার স্বদেশে ফিরে যাচ্ছেন। আহত হ্যামস্ট্রিংয়ের চিকিৎসার জন্যই তিনি শুক্রবার দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
২৬ বছর বয়সী টানা চারবারের এই ফিফা বর্ষসেরা তারকা গত ১০ নভেম্বর লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে খেলায় হ্যামস্ট্রিংয়ে আঘাত পান। খেলায় বার্সা ৪-১ গোলে জিতলেও মেসি প্রায় দুমাসের জন্য মাঠের বাইরে চলে যান। ২০১৩ সালে আর মাঠে না ফিরতে পারলেও মেসি বেশ ভালোভাবেই সেরে উঠছেন বলে জানিয়েছে বার্সা ওয়েবসাইট। আর এই সেরে ওঠার প্রক্রিয়া সুসম্পন্ন করতেই মেসি স্বদেশে ফিরছেন বলে জানা গেছে। সেখানে তিনি ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেবেন।
বার্সেলোনা কর্তৃপক্ষ আরো জানায় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বার্সার কোচিং স্টাফরা আবারো এই তারকা ফুটবলারের সেরে ওঠার অগ্রগতি পরীক্ষা করবেন। মেসির সেরা ওঠার প্রক্রিয়াটি পরিকল্পনামাফিক ভাবেই এগুচ্ছে বলে সন্তোষ প্রকাশ করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।