আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনায় চলছে লুটতরাজ

আর্জেন্টিনার ১৭টি প্রদেশে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছে পুলিশ। আন্দোলনের অংশ হিসেবে কাজে অব্যাহতি দিয়েছে তারা। আর এই ফাঁকে প্রদেশেগুলোতে চলছে ব্যাপক লুটতরাজ। এ ঘটনায় ইতোমধ্যে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শত শত।

এ ঘটনার পেছনে মুদ্রাস্ফীতির প্রভাব থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

২৩টি প্রদেশের মধ্যে ১০টিতে পুলিশ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অবশিষ্ট ৭টি সমঝোতায় আসতে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে। সবচেয়ে জনবহুল প্রদেশ বুয়েন্স আয়ার্সে বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন দাবি মেনে এন্ট্রি লেভেলের বেতন প্রায় দ্বিগুণ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে পুলিশদের চাকরি শুরুর বেতন স্কেল হবে ৮৫০০ পেসো।

হাজার হাজার দোকানী লুট হওয়ার ভয়ে তাদের দোকান বন্ধ করে দিয়েছে।

কেউ কেউ আবার হাতে তুলে নিয়েছে অস্ত্র। রোববার রাতে এন্ট্রি রিওস প্রদেশের কনকর্ডিয়া শহরে লুটতরাজ চালানো এক দোকানের বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট এক তরুণ নিহত হয়েছেন। অপর চারজনের মধ্যে জুজুয় প্রদেশে একজন এবং চাকো প্রদেশে তিনজন নিহত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।