আমাদের কথা খুঁজে নিন

   

সৈয়দ আতেক (নকীব ভাই) আর নেই

বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক বিখ্যাত কবি সাহিত্যিক ও শিশু সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ আতেক (নকীব ভাই) গত রোববার ভোর ৫ টায় ধানমমন্ডিস্থ নিজ কন্যার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইল্লাইহি রাজেউন) তিনি দীর্ঘ কয়েক মাস যাবৎ দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সৈয়দ আতেক বি-বাড়ীয়া জেলার নাছির নগর থানাধীন গোকর্ন গ্রামের মরহুম সৈয়দ আবুল খায়ের সাহেবের তৃতীয় পুত্র। সৈয়দ আতেক "কিশোর কাফেলা" সংগঠনের পরিচালক ছিলেন। এবং মাসিক 'কিশোর কাফেলা'র সম্পাদনার দায়িত্ব পালন করতেন। এরি পাশাপাশি তিনি 'কাব্যানুবাদে আমপারা' 'হামদে আকবর-নাতে রাসূল', 'কালো-কোকিল সোনালী স্বর', 'শহীদ ঈদের সেনারা সাজ' এবং 'আমরা সেই সে জাতি'সহ অসংখ্য পুস্তক রচনা করেন। কাব্য ও সাহিত্যের সাথে সাথে জনাব সৈয়দ আতেক তৎকালীন দৈনিক 'মিল্লাত' সাংবাদিকতার দায়িত্বও পালন করেছেন। তিন মেয়ে, নাতি-নাতনি, দু'ভাই ও দু'বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে জুরাইন কবর স্থানে দাফন করা হয়েছে। মরহুমের মাগফেরাত এবং আত্মার শান্তির জন্য তাঁর পরিবার-পরিজন সকলের কাছে দোয়া কামনা করছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.