আমার কাছে এ মুহুর্তে নির্বাচনের চেয়ে দেশের মানুষ বড়। বর্তমানে দেশের যে অবস্থা তাতে বলা যায় না যে পরিস্থিতি সুস্থ, স্বাভাবিক ও ভবিষ্যতের জন্য অনুকূল রাখা যাবে। বর্তমানে দেশে যা চলছে তা সন্ত্রাসের রাজনীতি। দেশের বর্তমান সংকট শুধু রাজনৈতিকভাবে সৃষ্ট নয়, এটি এখন জনগণের স্বাভাবিক বেঁচে থাকার সংকটেও পরিণত হয়েছে। এক সময় যেমন দুর্গ গড়ে তোলা হয়েছিল তেমনি এখন আবার সময় এসেছে দুর্গ গড়ে তোলার।
দেশের নেতৃস্থানীয় প্রত্যেককে পাড়া-মহল্লায় বসবাসকারীদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি না করার জন্য আহ্বান জানান। এখন আরেকটি মুক্তিযুদ্ধ চাই। যার মাধ্যমে দেশের মানুষ আবারও একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের বর্তমান অবস্থা কোনোভাবেই ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয় চেতনা প্রত্যেকটি বিষয় প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তাই আমাদের সবার উচিত কাঁধে কাঁধ মিলিয়ে জাতির পুনর্গঠনের জন্য এগিয়ে আসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।