একটা কৌতুক বলি,
এক চোরকে আদালত চুরি করার দায়ে অভিযুক্ত করে কারাদন্ড দিয়েছে। চোর সাথে সাথে তার চরম বিরোধিতা করল। তার যুক্তি, চুরি করেছে তার হাত সে চুরি করেিন অতএব যদি সাজা দিতে হয় তার হাতকে দিতে হবে। তাকে নয়। বিজ্ঞ আদালত এ কথা শুেন হেসে বললেন ।
ঠিক আছে তাহলে তোমার হাতকে এক বছরের কারাদন্ড । এ রায়ের সাথে সাথে চোর তার কাঠের হাত টা খুলে বিচারকের সামনে রেখে বেরিয়ে গেল।
এ কৌতুকের সাথে অনেকেই হয়তো পরিচিত হতে পারেন। এইটা আমার দোষ না। তবে এই কৌতুকের অবতারনা করলাম আজকে সৈয়দ আশরাফুল সাহেবের একটা কথা শুনে।
তাকে আপনারা চেনারই কথা তিনি হলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
তিনি যে ঐতিহাসিক উক্তিটি করেছেন তা হলো, ছাতলীগের এবং যুবলীগের কোন কর্মকান্ডের দায়ভার আওয়ামীলীগ নেবে না। কারণ, দলের গঠতন্ত্র্ তাদেরকে দল থেকে আলাদা করে দিয়েছে।
সতিঃই বিচিত এই দেশ বিচিত সব মাুষ আরো বিচিত তাদের কথা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।