আমাদের কথা খুঁজে নিন

   

শয়তানী

‍‍‍"জীবনের কাছা-কাছি.....মরণের মৌ গন্ধ"

কোন নক্ষত্র পুঞ্জে আমার জন্ম নয় আমি অমানুষ ইবলিসের প্রতিবিম্ব বিমূর্ত রুপ। যদি কখন ও আত্না এসে ডাকে- পাপিষ্ট শয়তান কি জবাব দেবে তুমি। পৃথিবীর গ্রহ চুত উল্কা পতন আগুনের চুম্বন লেলিহান শিখার মিলনার্ত লকলকে শরীর নরকের কশায় খানায় আমি দাড়িয়ে থাকবো শয়তানের ছুল ধরে। মিথ্যা ফুলকির ফিনকি ঝরবে পুড়ে যাবে ছলনার ফানুশ যদি প্রশ্ন করি তোমাকে... নিথর রাতের পাথর ভেংগে খান খান হবে ঝল মলে ঝাড় বাতির পাজড় থেকে উঠে আসবে কলঙ্কিত আলোর নথিপত্র। যদি প্রশ্ন করি কি উত্তর দেবে শয়তানী......অসমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।