মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। কয়েকদিন আগে লিখেছিলাম যে আমার সংগ্রহে উবুন্টুর দুইটা ডিস্ট্রো আছে কিন্তু কিছু আজাইরা ভয়ের কারনে এতদিন ব্যবহার করিনি....!!! .......কিন্তু আগের ভয় গুলোকে মনে রেখেই VMware Player দিয়ে আজকে ভার্চুয়ালী উবুন্টু ব্যবহার করা শুরু করলাম!! হয়তোবা উবুন্টুর আসল মজা পাচ্ছিনা, তবুও ব্যবহার করে ভালোই মজা পাচ্ছি!! ........প্রথমেই বলে রাখি VMware Player হচ্ছে এমন একটা সফটওয়্যার, যেটা দিয়ে উইন্ডোজের ভেতরে নতুন একটা এনভায়রোনমেন্ট সৃষ্টি করে অন্য আরো অপারেটিং সিস্টেম সেটআপ দেওয়া যায়!! উপরের স্ক্রিনশটে দেখতে পারবেন যে আমি, VMware Player দিয়ে ভিসতা আর উবুন্ট ব্যবহার করছি এবং তা উইন্ডোজের মধ্যে থেকেই...!!! .........আমি তেমন এডভান্স পিসি ইউজার না, তাই ব্যপারটা হয়তোবা সহজভাবে বুঝাতে পারলামনা!! যাইহোক এ পদ্ধতিতে উবুন্টু ব্যবহার করতে কোনো রকম বাড়তি জটিলতা নেই এবং যারা রিস্ক ফ্রি পদ্ধতিতে উবুন্টু টেষ্ট করতে চান, তাদের জন্য ভার্চুয়াল এই পদ্ধতিটা অনেক বেটার!! যারা এতদিন হার্ডডিস্কের ডাটা লস হওয়ার আতংকে উবুন্টু টেষ্ট করতেও ভয় পাচ্ছিলেন তাদের জন্য আমার দেখা মতে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি!! ব্যবহার করতে ইচ্ছে না হলে যখন ইচ্ছা রিমুভ করে ফেললেই হল!!! নো টেনশন!! অনেকেই উবুন্টু লাইভ পদ্ধতিতে ব্যবহার করতে চান। এখানে আমার একটু আপত্তি আছে!! কারন লাইভ পদ্ধতিতে ব্যবহার করলে উবুন্টুর শুধূ ইউজার ইন্টারফেসই দেখতে হবে, ভেতরের কিছুটা মজা পাওয়াও সম্ভব না(এটা আমার নিজস্ব মতামত)!!! .......যাইহোক, উবুন্টু ১০.১০ ডেস্কটপ ভার্চুয়ালী সেটআপ দেবার পর প্রথম যখন ভার্চুয়ালী উবুন্টু চালু করলাম, ডেস্কটপ দেখেই মনটা ভরে উঠল!! সাথে সাথে আরো টুকিটাকি কিছু ঘাটাঘাটি করে ওয়ালপেপারটা পরিবর্তন করে ঐটা সেট করলাম!! এখানে বলে রাখি, সবুজ আমার প্রিয় কালার!!! ............এরপর উবুন্টু নিয়ে একটু নাড়াচাড়া করলাম!! যা দেখছি তাই ভালো লাগছিলো। সত্যি বলতে কি, নিজেকে কেমন জানি প্রো লেভেলের মনে হচ্ছিলো (আসলি আমি কিন্তু কখনোই তা ছিলামনা)!! যাইহোক এভাবে আরো টুকিটাকি কিছু ঘাটাঘাটি করলাম এবং মনে হল যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করা উচিত!! তাই শেয়ার করতে বসে গেলাম!! .......উবুন্টুর জগতে ভ্রমন করতে করতে মনে হল, বস পাব্লিকরা যে এত চিল্লায় "ভাইরাস ফ্রি" "ভাইরাস ফ্রি" কইরা, তাতো একবার চেকআপ করা উচিত!! কিন্তু চেকআপ করব কিভাবে?? আমি তো নেট কনফিগারই করিনি এবং ব্যাপাটা আমি জানিওনা!!! আমার উৎসাহে কে যেন ঠান্ডা পানি ঢেলে দিল!!! খুব হতাশ হয়ে গেলাম!! অবহেলা করে মেনুবার থেকে ফায়ারফক্স ওপেন করে মিছেমিছি সামুর এড্রেস দিলাম!!! জানি পেজ ওপেন হবেনা!!! কিন্তু ওমা!!! পেজ যে ওপেন হল!! চমকে গেলাম আমি!! আমি তো নেট কনফিগারই করিনি!! জানিনা আমার উইন্ডোজের নেট কানেকশন কিভাবে যে এখানেও চলে আসল বুঝতেই পারলামনা!! ..........ভাবলাম এইবার একটু এন্টারটেইনমেন্ট হয়ে যাকনা কেন??!! কিন্তু আমি তো কোনো সাউন্ডের ড্রাইভার সেটআপ দিইনি!!! তবুও কি কারনে জানি অডিও গান চালু করতে নিলাম!! এবং বুঝতেই পারছেন কি হল!!! বিকট আওয়াজ করে গান চালু হয়ে গেল!! কিভাবে জানি সাউন্ডের ড্রাইভারও উবুন্টুর সাথে ইনস্টল হয়ে গেছে এবং ভলিউম মোটামুটি ফুল দেওয়া!!! সত্যি বলছি ভাই, আমর কুনু দোষ নাই!!! যাইহোক, এভাবে ধীরে ধীরে উবুন্টু ব্যবহার করতে শিখছি এবং সত্যি বলতে কি উবুন্টুকে কেমন জানি ভালোবেসে ফেলছি!! .......আমার উবুন্টু ব্যবহারের প্রাথমিক অভিজ্ঞতা নিয়ে লিখতে চাইলে অনেক কিছুই লেখা যায়!! কিন্তু আমি লেখার অলস এবং আমার লেখার হাত ভালো না বলে আর বিস্তারিত কিছু লিখতে ইচ্ছে হলনা!! এই লেখার পেছনে মূল কারনটা অবশ্য অন্য!!! আমি এই লেখার মাধ্যমে উইন্ডোজ ইউজারদের উবুন্টু ব্যবহার করতে উৎসাহ দানের কিন্চিত চেষ্টা করেছি...!! ........সবশেষে আমার আরেকটু কথা......আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা লিনাক্সের জগতে "বস পাবলিক" তারা কেমন জানি লিনাক্সের ব্যবহারে উৎসাহ দানের ব্যাপারে এবং সাহায্য করার ব্যাপারে একবারে নিবেদিত প্রান!!! এবং সত্যি বলতে কি এদের উৎসাহের কারনেই আজ আমি লিনাক্সের জগতে পা দেবার সাহস পেলাম!!! ......পরিশেষে সামুর এবং টেকটিউনের সেই সকল ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের লেখা পড়ে আমি অনুপ্রেরিত হচ্ছি লিনাক্সের দিকে অগ্রসর হবার জন্য!!! এবং ধন্যবাদ সবাইকে যারা নিজেদের বিরক্তিকে চেপে রেখে আমার লেখাটা মনোযোগ সহকারে পড়লেন!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।