রাজশাহীর পুঠিয়ায় আমরণ অনশনরত ছাপচিত্র শিল্পীর অনশন ভাঙালেন প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক। গতকাল সোমবার সকালে ফলের রস খাইয়ে এ অনশন ভাঙানো হয়। শিল্পী নূরুল আমিন মধু গত শনিবার থেকে সংস্কারের নামে রাজবাড়ির শিব মন্দিরের নকশা বিকৃত করার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছিলেন। গতকাল সোমবার সকালে ঐতিহ্য রক্ষা গবেষণা ও প্রকাশনা বিষয়ক সংগঠন- বরেন্দ্র পরিষদের আহবায়ক রবীন্দ্র গবেষক হাসান রাজা পুঠিয়ার শিব মন্দিরে গিয়ে শিল্পী নূরুল আমিনের আন্দোলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। কিছুক্ষণ পরেই সেখানে প্রত্নতত্ত্ব বিভাগের বগুড়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক বদরুল আলম মজুমদার, পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক, উপজেলা শিক্ষা কমকর্তা গোফরান হালিম ও স’ানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস’লে আসেন।
তারা শিল্পী নূরুল আমিন মধুর সঙ্গে কথা বলে তার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এ সময় বদরুল আলম মজুমদার শিল্পীকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করান।
শিল্পী নূরুল আমিন বলেন, যে ত্রুটিগুলো হয়েছে তারা স্বীকার করেছেন। পরবর্তী কাজগুলোর তার নির্দেশনা অনুযায়ী করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তারই পরি-প্রেক্ষিতে তিনি অনশন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
পুঠিয়া রাজবাড়ির ভেতরের এই শিব মন্দিরটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় শিব মন্দির। প্রায় ৪০০ বছরের পুরাতন এই শিবমন্দিরটি গত দুই মাস থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এই মন্দিরটি সংস্কারের কাজ শুরু হয়েছে। এর নকশা বিকৃত করার প্রতিবাদে পুঠিয়া পর্যটন নগরীর বাস-বায়ন কমিটির সভাপতি ও ছাপচিত্র শিল্পী নুরুল আমিন ওরফে মধু অনশন করছিলেন।
যোগাযোগ করা হলে প্রত্নতত্ব বিভাগের বগুড়া আঞ্চলিক পরিচালক বদরুল আলম মজুমদার জুস খাইয়ে অনশন ভাঙানোর কথা স্বীকার করেছেন।
সুত্র: সোনালী সংবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।