আমাদের কথা খুঁজে নিন

   

আদিবাসীদের প্রথম স্মৃতিসৌধ রাজশাহীর পুঠিয়ায়

ইসু্যভিত্তিক আন্দোলন

আদিবাসীদের ভাষা, সংস্কৃতি আজ সব হারিয়ে যেতে বসেছে। কিন্তু তারপরও আদিবাসীরা তাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে। আদিবাসীদের নিয়ে গড়ে ওঠা সংগঠনগুলো লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু এই আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধে আদিবাসীদের ভূমিকা কম নয়। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দেয়া আদিবাসীদের স্মৃতি ধরে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমভাগ গ্রামে গড়ে তোলা হয় আদিবাসী স্মৃতিসৌধ।

এটিই বাংলাদেশে আদিবাসীদের একমাত্র ও প্রথম শহীদ মিনার বলে দাবি করেছেন স্থানীয় আদিবাসীরা। রাজশাহী পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া এই গ্রামটি আদিবাসী অধু্যষিত। এই নিভৃত পল্লীতে সাঁওতাল-ওঁরাওদের বাস। এখানে রয়েছে আদিবাসীদের একমাত্র স্মৃতিসৌধ। মাটি থেকে খানিকটা উঁচু পাকা বেদি।

তার উপর টকটকে লাল-কালো পাঁচটি স্তম্ভ। মাঝের স্তম্ভটি আকারে অন্যগুলোর চেয়ে একটু বড়, লম্বায় একটু বেশিও। পাশেই লাল-কালোর প্রস্তর ফলক। মুক্তিযুদ্ধে শহীদ আদিবাসীদের স্মরণে নামফলক। 1971 সাল।

শুরু হল দেশজুড়ে যুদ্ধ। দেশমাতৃকাকে বাচাঁতে ঝাপিয়ে পড়ে ল ল বাঙালী। পিছিয়ে ছিলো না আদিবাসীরাও। যুদ্ধে তাদের অবদানও ছিল অপরিসীম। এই স্মৃতিসৌধটি প্রমান করে তাদের সেই বীরত্বের কথা।

স্বাধীনতা যুদ্ধে পশ্চিমভাগ বাঁশবাড়িয়া গ্রামের অসংখ্য আদিবাসী সাঁওতাল এবং ওঁরাও সমপ্রদায়ের নারী পুরুষ সরাসরি অংশগ্রহন করেছিলেন। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকহানাদার ও আলবদর-রাজাকারদের ওপর। এদের মধ্যে এ গ্রামেরই বাসিন্দা নাডা হেমব্রম, টুনু মাড্ডি, ধেরিয়া, জটু সরেন ও কানু হাসদাহ্। তারা দেশ স্বাধীন করতে জীবন বিসর্জন দিয়েছেন। 2005 সালের আগ পর্যন্ত আদিবাসীদের এই ত্যাগ ও অবদানের কথা দেশবাসীর কাছে ছিল অনেকটাই অজানা।

স্বাধীনতার দীর্ঘ 34 বছর পর্যন্ত এসব আদিবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান ছিলো মূল্যায়নহীন। স্বাধীনতার পর অনেক সরকার রাষ্ট্র পরিচালনা করে গেলেও কেউই এসব আদিবাসী মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতি রা করতে এগিয়ে আসেনি। ফলে মুক্তিযুদ্ধে আদিবাসী সাঁওতাল -ওঁরাওদের বীরত্ব ধামাচাপা পড়ে গিয়েছিলো। 2005 সাল। অ্যামপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) নামক একটি বেসরকারী সংস্থা এগিয়ে আসে বঞ্চিত আদিবাসীদের সাহাস্য করতে।

তাদের উদ্যোগে আদিবাসী শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখাতে এখানে নির্মাণ করে একটি স্মৃতিসৌধ। 2005 সালের 22 নভেম্বর স্মৃতিসৌধটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী মুক্তিযোদ্ধা ও আদিবাসী নেতা চম্পাই সরেন। ওই দিন বাঁশবাড়িয়া গ্রামসহ অন্য কয়েকটি আদিবাসী এলাকা থেকে সাঁওতাল-ওঁরাও মেয়ে-পুরুষ এসেছিল নাচ-গানের জন্য। এই স্মৃতিসৌধটি দেশের আদিবাসীদের একমাত্র ও প্রথম স্মৃতিসৌধ বলে দাবি করেছেন আদিবাসী নেতা চম্পাই সরেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.