মেঘ বলেছে যাব যাব এই তিলোত্তমা নগরিতে আগমন ক্যারিয়ারের বুর্জ আল খলিফা গড়ার একান্ত বাসনা নিয়ে ফিরবে খোকা খড় বিছানো গায়ে ক্যারিয়ারের বস্তা কাধে নিয়ে সকাল বিকেল বার্নিশ করা দরজায় নকানকি দাড়োয়ানের কাছে চোরের মতো আত্মসমর্পন স্যার আজ পড়বো না আসেন না কাল আবারো দাড়োয়ানের টেলিকমের কল নিচে দাড়িয়ে জাতির মেরুদণ্ডের কারিগর অত:পর আবারো স্যার আজ মন ভালো নেই একত্রিশ তারিখে বাবা বাসায় নেই শুনেই বিদায় এক তারিখে বাবা বেতন পাননি দশ তারিখে স্যার একটু টানাটানিতে ষোল তারিখে মানামানিতে আঠারো তারিখে হাফ বেতন হাফ বাকি রেখেই খোকার ক্যারিয়ারের গাথুনি চলে এভাবে যুগ পার হলে দেখা গেল খোকার সাধের বুর্জ খলিফার মাত্র দুই ইঞ্চি গাথুনি হয়েছে সমাপন এদিকে নগর সভ্যতার সিসা ঢালা বায়ু ফরমালিনে ডুবানো মাছ ইথিলিনে পাকানো ফল বিষাক্ত কালো ধোয়ার কল্যাণে খোকাতে টিউমার কোষ কায়েম করেছে রাজতন্ত্র রাজতন্ত্র রূপ নেয় স্বৈরতন্ত্রে নিমিষেই আন্দোলনকারীরা মধ্যপ্রাচ্যে ট্যাংকে বলি দেয় টিউমার কোষের স্বৈরতন্ত্রের হামলায় খোকার সাধের বুর্জ আল খলিফা ধসে যায় সাথে নিয়ে হাজারো স্বপ্নের চারাগাছ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।