অবশ্য ক্লাবের ভক্তদের ভোটাভুটিতেই এটি চূড়ান্ত হবে বলে তিনি জানান।
প্রায় ৫৬ বছর ধরে ক্যাম্প নিউতে ঘাটি গেড়ে আছে কাতালান ক্লাবটি।
ক্লাবের অর্থনৈতিক দিক দেখা হাভিয়ের বলেন, বার্সেলোনা তিনটি প্রস্তাব বিবেচনা করছে যা বছর শেষের আগেই চূড়ান্ত করতে হবে।
সাংবাদিকদের তিনি বলেন, "আগামের হাতে তিনটি প্রকল্প আছে, বর্তমান স্থানেই নতুন স্টেডিয়াম বানানো, আশেপাশের কোথাও বানানো অথবা অন্য কোথাও বানানো। আমরা এখনো ঠিক করতে পারেনি আর্থিক দিক থেকে কোনটি ভালো হবে।"
"আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সবকিছু ঠিকঠাক করে এ বছরের শেষের দিকে এ নিয়ে গণভোট ডাকা হবে", যোগ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।