আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৯

আিম অেনক প িরশ্রমী পাকিস্তানের দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানে গতকাল বুধবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের জঙ্গি বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নেশন পত্রিকার অনলাইনে এ খবর জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় পরপর তিন দফা হামলায় মোট ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। প্রথম হামলাটি চালানো হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে ওয়ানা অঞ্চলের কাছে মালিকাত এলাকায় মাওলানা নাজিরের একটি ভবনে।

হামলায় পুরো ভবনটি বিধ্বস্ত ও সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়। প্রথম হামলার কিছুক্ষণ পরেই ওয়ানার শেরান আলগাদ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়। দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয় এবং আরোহী চার ব্যক্তি নিহত হয়। তৃতীয় হামলাটি হয় উত্তর ওয়াজিরিস্তানের মালাক কাজদার গ্রামে একটি বাড়িকে লক্ষ্য করে। সেখানে কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এতে সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত হন বলে কর্মকর্তারা দাবি করেছেন। এ ধরনের হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তান বারবার অনুরোধ জানালেও তা অব্যাহত রয়েছে। পাকিস্তান বলছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় বেশির ভাগ ক্ষেত্রে সাধারণ মানুষেরই প্রাণহানি ঘটে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.