আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে'র নাম কেই ঘৃনা করি......



আমি পাকিস্তান নামটিকেই ঘৃনা করি। ওদের খেলা'কে সাপোর্ট করার তো প্রশ্নই ওঠে না। আমাকে অনেকে বলে, "খেলা তো খেলাই"। আমি বলি, "হুম, খেলা খেলাই। কিন্তু যে নামটিকেই ঘৃনা করি তার তো সবই ঘৃনিত।

তাইনা?" আমি বুঝতে চাইনা, আমি জানতে চাইনা, আমি শুনতেও চাইনা.......। পাকিস্তানকে ঘৃনা করি এবং আজীবন করবো। ভালো- খারাপ বুঝিনা। আমার'তো ওদের নামেই ঘৃনা...... আফ্রিদী'কে দেখে যে বেহায়া মেয়ে'রা প্ল্যাকর্ডে লিখেছিলো, "ম্যারি মি" আমি তাদের'ও ঘৃনা করি। এইজন্য ঘৃনা করি যে তারা একজন পাকিস্তানি'কে বিয়ে করতে চেয়ে আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রক্ত কে অপমান করেছে।

কি করে ভুলি ওরা আমাদের মা, বোন, কন্যাদের ধর্ষন করেছিলো। ওরা ধর্ষক। ওরা আমাদের কারো স্বামি হতে পারে না। হতে পারেনা আমাদের কারো পিতা। ওরা ঘৃনিত আস্তাকুরের কিট।

ওরা বিশ্বে'র জন্য কলংক, লজ্যা। আবার ঘৃনা জানাচ্ছি। সহমত যারা আওয়াজ দেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.