পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধ প্রদেশে একটি স্কুল ভ্যানের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ স্কুল শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
গতকাল বুধবার করাচির ২৭০ কিলোমিটার উত্তরে নাওয়াবশাহর কাছে কাজী আহমেদ লিংক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। দুর্ঘটনায় স্কুল ভ্যানটি সম্পূর্ণ ধুমড়ে মুচড়ে যায়।
এদিকে জিও নিউজ জানিয়েছে, নিহত ১৯ শিশুর মধ্যে সবারই বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। সড়ক দুর্ঘটনায় স্কুল ভ্যানের চালকও নিহত হয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিক্ষার্থীদের সবাই দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের পরীক্ষার্থী ছিল। শিক্ষার্থীরা স্কুলবাসে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনায় ঘটে।
উল্লেখ্য, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।