আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে চলে গেছেন রউফ

মাথার ওপর আইপিএলে জুয়াড়িদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ। এ কারণে বাদ পড়েছেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব থেকে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আসাদ রউফ ভারত ছেড়ে চলে গেছেন নিজ দেশ পাকিস্তানে।
রউফের পাকিস্তানে চলে যাওয়ার কথাটা অবশ্য ভারতীয় পুলিশের অজানা নয়। মুম্বাই পুলিশের অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার হিমাংশু রায় ‘হিন্দুস্থান টাইমস’কে জানিয়েছেন, কয়েক দিন আগেই ভারত ছেড়েছেন আসাদ রউফ।

তবে প্রয়োজন হলে তাঁকে ডাকা হতে পারে।
ক্রিকইনফো জানায়, গ্রেপ্তার হওয়া চেন্নাই সুপার কিংসের প্রধান গুরুনাথ মাইয়াপ্পনকে আম্পায়ার রউফের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়াড়িদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গতকাল রাতে গ্রেপ্তার হন মাইয়াপ্পন। আজ তাঁকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ভারতীয় একটি আদালত।
রউফের পারিবারিক একটি সূত্রের দাবি, রউফের লুকানোর কিছু নেই।

ভারতে আইপিএলের ম্যাচগুলো শেষ হয়েছে বলেই লাহোরে ফিরে এসেছেন তিনি। ওই সূত্র জানায়, অবস্থান ব্যাখ্যা করার সুযোগ না দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় রউফ হতাশ। নির্দোষ প্রমাণিত হলেই ক্রিকেটে ফিরে যাবেন তিনি। রউফ আইসিসির আচরণবিধি মানতে বাধ্য। এ কারণে এসব নিয়ে কথা বলবেন না তিনি।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ গতকাল দাবি করেন, ভারতে রউফের বিরুদ্ধে চলা তদন্তের ব্যাপারে কিছুই জানেন না তাঁরা। তিনি বলেন, ‘আইসিসি আমাদের জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির প্যানেল থেকে রউফকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে সরানো হয়েছে, তা আমাদের বলা হয়নি। আমরা এখন পর্যন্ত জানি না, ভারতে তাঁর বিরুদ্ধে কী তদন্ত চলছে। ’
পিসিবির প্রধান জানান, তদন্তের ভিত্তিতে আইসিসি যদি আসাদ রউফের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলে, পিসিবি তা বিবেচনা করবে।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.