মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহতের ঘটনার প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। এ ছাড়া ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপর্যালোচনা করার হুমকিও দিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গতকাল এ তথ্য জানিয়েছে। শুক্রবারের ওই প্রাণঘাতী ড্রোন হামলাকে পাকিস্তান দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য অনিষ্টকর বলে অভিহিত করেছে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।