আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে ধুম থ্রি

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে আমির খান অভিনীত ‘ধুম থ্রি’ সিনেমা এতো সহজে পাকিস্তানে মুক্তির অনুমতি পাবে তা কেউই ভাবতে পারেননি।
এর আগে পাকিস্তানের টিভি টকশো উপস্থাপক মুবাশির লুকমান একটি পিটিশন ফাইল করেন। এর পিছনে মূল কারণ ছিল কয়েকটি পাকিস্তানি টিভি চ্যানেলের মধ্যকার দ্বন্দ্ব। এর মধ্যে কিছু কিছু চ্যানেল বলিউডি সিনেমা টেলিকাস্টের অনুমতি পায়নি।
পাকিস্তানে বলিউডি তিন খান শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের প্রচুর ভক্ত আছে।

‘ধুম’ সিরিজও ওই দেশের দর্শকদের প্রিয় সিনেমার তালিকায় রয়েছে। আমিরের ‘ধুম থ্রি’ সিনেমার মধ্য দিয়ে পাকিস্তানে খানদের প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।


পাকিস্তানি সেন্সর বোর্ডে কোনো দৃশ্য না কেটেই সিনেমাটি ওই দেশে প্রদর্শনের অনুমতি পাওয়ায় রীতিমতো অবাক হয়েছে ইয়াশ রাজ ফিল্মস।
ইয়াশ রাজ ফিল্মসের এক বিবৃতিতে  ইন্টারন্যাশনাল অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট আভটার সিং বলেন, “সেন্সর বোর্ড কর্তৃপক্ষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পাকিস্তানে আমাদের সিনেমার পরিবেশকদেরও ধন্যবাদ যে তারা আমাদের কাজে সহায়তা করছেন।


চলতি বছরে বলিউডের অন্যতম আলোচিত এবং বড় বাজেটের সিনেমা ‘ধুম থ্রি’। ২০ ডিসেম্বর মুক্তিপ্রতীক্ষিত সিনেমাতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। আরও আছেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.