আমাদের কথা খুঁজে নিন

   

ধিক্! তোমাকে ধিক্!

ধিক্! তোমাকে ধিক্! তোমাকে যদি মানুষ ভাবতে পারতাম তবে আমার মানব জনম সার্থক হতো- কিন্তু পারছি কই! যতবারই তোমাকে মানুষ ভাবতে চাই তোমার ভেতরের পশুটাকেই দেখতে পাই। তুমি মানুষের মুখোশে হিংস্র এক জানোয়ার- তুমিতো অনাহারী ব্যাঘ্র নও, তুমিতো ক্ষুধার্ত হায়েনা নও, তবুও তুমি হরিণ শাবকের মতো খুবলে খাও তোমারই সহধর্মিনীকে। তুমি কি কখনো দেখেছো হিংস্র বাঘের শিকার কোন বাঘিনী, কিংবা নিত্য ময়লা আবজর্না খুঁটে খাওয়া কাক কখনো ঠোকর মেরেছে মৃত কাকের শরীরে। তুমিতো পশু হবারও যোগ্য নও। হিংস্র বাঘ কখনোই তার শাবককে আশ্রয়হীন করেনা, যে অরণ্যে অসংখ্য পশুর বসবাস- যে অরণ্যে কখনো সভ্যতার আলো পৌঁছায়নি সেই অরণ্যেও আপন প্রজাতির মাংশ ভক্ষণে কেউই অভ্যস্ত নয়।

অথচ তুমি! জীবকুলের শ্রেষ্ঠত্বের তকমা লাগিয়ে বর্ববরতার সীমা লঙ্ঘন করতে পারো নির্বিকার চিত্তে। তুমি এক নিষ্পাপ শিশুর সুন্দর ভবিষ্যতের হন্তারক। তুমি আগামী প্রজন্মের জন্য ভয়াবহ এক অভিশাপ। ধিক্! তোমাকে ধিক্! মানুষরুপী পশু তোমাকে ধিক্। (আমি এখানে কারো নাম উল্লেখ করলাম না, কারণ একই নামের আরো মানুষ রয়েছেন তাদেরকে আমি ঐ নরপশুটার জন্য ছোট করতে চাইনা।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.