মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । একটি পাঞ্জাবীর কথা
আজ নিজের কিছু জিনিস খুঁজতে গিয়ে হঠাত করে একটি ক্যাশ মেমও পেলাম। তারিখঃ ১২/৪/২০১০ ইং । মনে পড়ল গত বছর ঠিক এই দিনে পহেলা বৈশাখ এর আগে তোমাকে সাথে নিয়ে একটি সুন্দর পাঞ্জাবী কিনেছিলাম রাইফেলস স্কোয়ার এর দোকান “TOHU’S CREATIONS” থেকে।
দাম নিয়েছিল ৬০০ টাকা । আজ ক্যাশ মেমও টি পেয়ে তোমার কথা মনে পরল। কত সুন্দর ছিল দিনগুলো ! আমি পাঞ্জাবীটি পরার পর তুমি আমাকে বলেছিলে “এই তোমাকে তো এটাতে রাজপুত্রের মতো লাগছে”, আমি চমকে গিয়েছিলাম। সাধারনত আমি খুব বেশি প্রশংসা পাইনা তাই কারো কাছ থেকে ভাল কথা শুনলে এতো ভাল লাগে যে অবাক হয়ে তাকিয়ে থাকি। তারপর আমরা দুজনে পহেলা বৈশাখ এ নতুন ড্রেস পরে পুরো ধানমণ্ডি আর গুলশান ঘুরে বেরিয়েছিলাম।
তোমার কি মনে পড়ে সেই সব সুন্দর মুহূর্ত গুলর কথা ? আমরা ধানমণ্ডি থেকে গুলশান গিয়েছিলাম রিকশায় চড়ে আর ফিরেছিলাম CNG AUTO RICKSHAW তে চড়ে । তুমি তো জানোই ওটাই ছিল আমার কোন মেয়ের সাথে প্রথম ঘোরাঘুরি , এবং হয়তো শেষ ও । তোমার কি সেই সব দিনগুলোর কথা এখন আর মনে পরে না? মেয়েরা এতো স্বার্থপর কিভাবে হয়? আমি তো তোমার চমৎকার সেই হাঁসির কথা ভুলিনি । তুমি হাসতে হাসতে আমার কাঁধে পড়ে যেতে তারপর বলতে “ এই থামো বলছি না হয় কিন্তু রিকশা থেকে ফেলে দিব, এত মজার কথা তুমি কোত্থেকে পাও? ”। কত সুন্দর সেই সৃতিগুলো ! তুমি হয়ত এখনো বুঝতে পারছনা কিন্তু একসময় বুঝবে আমার ধারনা ! তুমি আমাকে বলতে , তুমি আমাকে এতো ভালোবাসো যা অন্য কোন মেয়ে কখনই পারবেনা , কিন্তু তোমার ভালোবাসা যে বায়বীয় পদার্থের মত উড়ে যাবে আমি বুঝতে পারিনি।
বুঝতেই পারছ আমি কত বোকা ছিলাম। কিন্তু আমি এখনও অবাক হই তুমি এতদিন আমার সাথে কিভাবে প্রেমের অভিনয় করলে? এটা কি প্রতারনা নয়?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আর তুমিও একই ভার্সিটির ছাত্রী । আমরা একই ছাদের নিচে দীর্ঘ ৫ টি বছর পড়াশুনা করছি । তুমি কি একটু অপেক্ষা করতে পারতে না আমার জন্য? তোমার হাসি দেখার জন্য আমি কতদিন newmarket আর BFC তে অপেক্ষা করেছি, তোমার কি মনে পড়েনা ? আমি অবাক হই, আমি সত্যিই খুব খুবই অবাক হই যখন ভাবি তোমার কথা । সবাই বলে, চারিদিকে কেবল মেয়েরা প্রতারনার শিকার, কিন্তু তুমি যে আমার সাথে প্রতারনা করলে এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
আমি জানিনা তুমি এখন কোন ছেলের সাথে প্রেম করছ, তোমার মন তো একটা, এই একটা মন তুমি কয়টা ছেলেকে দিয়ে বেড়াবে ? একসময় তুমি ক্লান্ত হবে আর তারপর হয়ত আমার কথা ভাববে আর ভাববে আমাদের সেই সব মজার স্মৃতির কথা ।
(অসমাপ্ত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।