আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দ ভালোলাগা...

আদরের পর ভেজা শরীরে আমাকে অন্যরকম লাগছে... সবটুকু পূর্ণতা আমার চোখে মুখে..আর সারা শরীর যেনো সে পূর্ণতায় কথা বলছে ভেজা আমি সে আদরের মুগ্ধতায় আয়নায় নিজেকে বার বার দেখছি নিজেকে অচেনা লাগছে...আমি কি সেই আমি? সেই দুঃখি মেয়েটা এখন ভালোলাগার দ্যুতি আমার সর্বাঙ্গে...আমি আলোকিত...আমি উদ্ভাসিত সেই চেনা মানুষের কাছে এই অচেনা প্রাপ্তি আমাকে অবাক করে, মুগ্ধ করে, করে সুখি... অদ্ভূত পূর্ণতায় অবাক বিস্ময়ে নিজেকে আবারও দেখি..আর ভাবি- আমি সুখি চুল মুছতে মুছতে আয়নায় চোখ পড়ে, নিজের প্রতিচ্ছবি দেখে তাকিয়ে থাকি অনিন্দ সুন্দর এক স্নিগ্ধতায় ছেয়ে আছে মুখ খানা.. তোমার ভালোলাগার স্পর্শে আমি যেনো অপরূপা চোখ বুজি অদ্ভূত আবেশে..খুঁজে পাই না ভালোলাগার কোনো সীমানা.. জোসনা রাত...নিঃশব্দ ভালোলাগায় আকাশে তাকিয়ে তোমাকে ভাবি.... আর অবচেতন মনে বলে উঠি- এত ভালোলাগা কি করে হয়..!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।