আমি ০ আর ১ নিয়ে কারবার করি, র্দুঘটনা বশত আমার একটি কবিতা পড়ার সৌভাগ্য হয় এবং পড়ে ভালোও লেগে যায়। তাই আপনাদের সাথে শেয়ার করছি।
বাসা
- সুমা মুখোপাধ্যায়
আমার স্বপ্ন ছিল অলিখিত বাস্তবের পাঁজরে
অমি ঘর বেঁধেছিলাম একটা বিষন্ন সন্ধ্যায়
অগ্নি তরঙ্গ এসে বার বার পুড়িয়েছে আমার চৌকাঠ -
দর-দালান-ঘর-আঙ্গিনা।
নিবিষ্ট আমি তন্ময় হয়ে ঘরের ভেতর ঘর তুলেছি
সংসার আমার বাজারে গিয়ে মান খুইয়েছে।
এখন,
যে ময়েটার শরীরে শুধু কাঁচা মাংসের ঘ্রাণ
যার গালে কপালে হাত রাখলে কব্জিতে বরফ জমে
যার টিপ-টা দিনের বেলার-সূর্য ডোবা নিস্প্রভ
তার মতোই
অস্তিত্ত্ব হারিয়ে ফেলা একটা শীতল কফিনে
অমার বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।