আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা (ও / বা) ভালোবাসা

পরেই বলবো না হয়

ভোর বেলায় লাল আকাশ আমার ভালো লাগে। গোধুলিতে লাল আকাশ আমার ভালো লাগে। তোমার চোখের মতো সূর্য আমার ভালো লাগে। তোমার চোখের মতো চন্দ্র আমার ভালো লাগে। ঝড় ঝড়ে বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে।

নিঃশব্দ অন্ধকার আমার ভালো লাগে। ভালো লাগে বৃষ্টির টুপটাপ। ভালো লাগে এমনি আরো অনেক কিছু। শুধু ভালো লাগেনা তোমার গোমড়া মুখ, শুধু ভালো লাগেনা তোমার বাবার উপস্থিতি, শুধু ভালো লাগেনা তোমার নকল সুখ, শুধু ভালো লাগেনা তোমার মার উপস্থিতি, শুধু ভালো লাগেনা তোমার আশে পাশে কাওকে... শুধু ভালো লাগেনা তোমার কান্না মুখ শুধু ভালো লাগেনা তোমার অনুপস্থিতি ভালো লাগেনা তোমার এমনি অনেক কিছু, তবুও তোমাকেই আমার ভালো লাগে। তবুও তোমাকেই আমি ভালোবাসি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।