সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com , আমার পিসির স্পিড দিলাম। আমি মনে করি এই স্পিড দিয়ে ভালো ভাবেই সামু ব্যাবহার করতে পারার কথা। আমার সার্ভার থেকে অন্য কোনো সাইটে কোনো প্রবলেম নাই। প্রক্সি-ডিএনএস-মাইক্রোটিক সবই ঠিক আছে।
সামুকে পিং করে ডাটা সেন্ড-রিসিভ ঠিক মতই হচ্ছে। পেকেট লষ্ট ও হচ্ছে না। এর পরেও আমি সামুকে ঠিক মতন চালাতে পারছি না। এর এটা বেশ কিছুদিন ধরেই চলছে। যদি আমার প্রবলেম না হয়ে থাকে আর যাদের স্পীড আরো স্লো, তাদের কি অবস্থা?
ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষন করছি।
সামুকে আপনারা কি স্মুথলি ব্রাউজিং করতে পারতেছেন?
সামুর টেকনিকেল টিমের দৃষ্টি আকর্ষন করছি ব্যাপারটি দেখার জন্য।
এই জ্বালা আর প্রানে সয় না রে------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।