বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ভদ্রঘাটে মিলের সামনে সিরাজগঞ্জ-নকলা সড়ক অবস্থান নেন তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুঘণ্টা পর কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, মিল কর্তৃপক্ষ তাদের পাওনা চার মাসের বেতন এবং এখন ঈদ বোনাসের টাকা পরিশোধ করতে নানারকম তালবাহানা করছে। এ কারণে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
এর আগে মঙ্গলবার তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইসাহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই বেতন বোনাসের ব্যবস্থা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।