গান গাই, আর মনরে বুঝাই কি খবর সবার? কেমন আছেন? আমার দিনকাল যাচ্ছে ভালই। আপনাদের জন্য আরেকটি ধাধা নিয়ে আসলাম। গত বারের চেয়ে এটা আরো সুনিদৃষ্ট। চলুন শুরু করা যাক। উপরের ছবিটি দেখুন। এগুলোকে বাংলায় বলে ষড়ভুজ আর ইংরেজিতে বলে Hexagon। সোজা কোথায় এর ছয়টি বাহু আছে। আপনার কাজ হচ্ছে এমন একটি ষড়ভুজ/ Hexagon আকা, যাকে একটি মাত্র সরলরেখা টেনে চারটি সমান ত্রিভুজে ভাগ করা যাবে। আশা করি ত্রিভুজ জিনিসটা দেখতে কিরকম সেটা আর ছবি আকে বোঝাতে হবেনা। দেখা যাক, আজ সর্বপ্রথম কে সমাধান দিতে পারেন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।