আমাদের ক্যাম্পাসে অনেক দিন আগে এক আলোচনা সভায় মাহফুজ আনাম এসেছিলেন। আলোচনা সভা শেষে তিনি শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় বসলেন। একদম ঘরোয়া পরিবেশে। সেখানে অনেকে অনেক রকম প্রশ্ন করেলেন। তিনি উত্তর দিলেন।
এর মধ্যে একজন ছাত্র উনাকে প্রশ্ন করেন। যে প্রশ্ন আমার নিজের মধ্যে এখনো আলোচনা করে। সেটি আপনাদের সামনে তুলে ধরলাম
একজন ছাত্র মাহফুজ আনামকে প্রশ্ন করে বললেন,
আপনি এবং আপনার পত্রিকা সব সময় বাংলাদেশ এবং এর সংস্কৃতির কথা বলেন। আমরা এটা জানি এবং বিশ্বাস করি।
কিন্তু বিভিন্ন সময় আপনার পত্রিকায় বাংলাদেশের মহিলা মডেলদের বিশেষ অঙ্গ ভঙ্গি এবং বিশেষ পোষাকের ছবি প্রকাশ করেন।
যেগুলো বাংলার সংস্কৃতির সাথে যায় না।
কারণ সে পোষাক এবং অঙ্গ ভঙ্গি বাংলাদেশের সংস্কৃতির অংশ নয়।
তারপরও নিয়মিত আপনার পত্রিকায় ঐগুলো প্রকাশ করছেন। দেখুন একটা দেশের সংস্কৃতি, ঐ দেশের মানুষের রুচিবোধের পরিচয় পাওয়া যায় তাদের পোষাকারে মাধ্যমে। বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
উত্তরে মাহফুজ আনাম খুব বেশি কিছু বলেননি।
শুধু বলেছেন দেখ তোমার প্রশ্নের উত্তর আমি অনেক ভাবেই দিতে পারি।
শুধু এতটুকু বলি শোন এটা আমৃত্তের বিষয়। তারপর তিনি অন্য বিষয়ে চলে গেলেন।
এই প্রশ্নটা আপনাকে করা হলে অথবা এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাওয়া হলে উত্তরে আপনি কি বলতেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।