চীন বিদ্যুত উতপাদনের জন্য ব্রক্ষপুত্র নদে(in China: Yarlung Tsangpo River ) বাধ দেয়ার পরিকল্পনা করছে । কিছু ভাদা, ভাকু মনে করেন বাংলাদেশের নদীতে বাধ দিলে কোন ক্ষতি হয় না কিন্তু ভারতের নদীতে বাধ দিলে তা পরিবেশ বিপর্যয় ঘটে কারন এদের সাধারন ঘিলু নাই অথবা থাকলেও তা তাদের BOSS' রা' খেয়ে নিয়েছে । ভারত চীনকে অনেক অনুরোধ করার পরও চীন তার কার্যক্রম না থামানোর ঘোষনা দিয়েছে, উত্তরে চীন জানায়, "তারা ভারতের কাছ থেকেই এ ধরনের আচড়ন শিখেছে যা ভারত বিগত ৬০ বছর ধরে বাংলাদেশের সাথে করে আসছে" তাদের মতে যদি বাংলাদেশের নদীতে বাধ দেয়ায় বাংলাদেশের কোন ক্ষতি না হয়(ভাকুদের মতে) তাহলে ভারতেরও কোন ক্ষতি হবে না । এ ব্যাপারে ভারতের কাছে জানতে চাইলে তারা জানায়, " ভারত সরকার বাংলাদেশকে বন্ধু মনে করে তাই তারা বাধ দিয়ে বাংলাদেশকে বন্যামুক্ত ২য় সাহারা মরুভূমি বানাতে চাইছে, কিন্তু চীন আমাদের প্রতিপক্ষ এবং তারা আমাদের নদীতে বাধ দিলে তা হবে পরিবেশ বিধ্বংসী তাই প্রয়োজনে আমরা জাতিসংঘে মামলা করবো ।" (যদিও বাংলাদেশের মামলার এখনও সুরাহা হয়নি তবুও ভারত মনে করে তাদের মামলার ব্যাপারে তারা আশাবাদী) । তবে এক দেশপ্রমিক আতেল এহেন সমস্যাকে একবাক্যে প্রকাশ করতে বলায় উনি উত্তর দেন: "যেমন কর্ম তেমন ফল" । -------নিজস্ব বাংলাদেশী দালাল চক্র সংবাদ দাতা সুত্র: Click This Link Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।