আমাদের কথা খুঁজে নিন

   

একটা ব্লগ পড়ে,প্রচন্ড রেগে গিয়ে লিখলাম(অই ব্লগের লিঙ্ক দিলামনা।কারন,কিছু দুষ্ট ব্লগার গালির কমেন্টস দিয়ে অই লেখাটাকে সংসদ ভবনের ভাষনের স্ক্রীপ্ট বানাইছেন।)

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক অনেকগুলো বছর ধরে,অদ্ভুত উটের পিঠে চড়ে চলছে দেশ! আমরা আমাদের এই মহান দুই নেত্রীর চক্রে বন্ধী হয়ে গেছি। তেনারা যাহা বলিবেন তাহাই সত্য! আজ যেই নেত্রী হরতাল দিয়ে আমাদের জনজীবন স্থবির করেছেন, তিনি ক্ষমতায় গেলে মানবতাবাদী কথা বললে।জনগনের কথা ভাবলে আমরা হাততালি দেবো! আর যেই নেত্রী গদিতে বসিয়া আমাদের কথা ভাবিয়া অস্থির হইয়া আছেন,তিনি বিরোধী দলে গিয়া হরতাল দিলে আমরা একটুও রাগ করবোনা। আমাদের প্রতি তাহার আজকের মায়া কান্না দেখিয়া আমরা ভুলে যাবো উনি,সবচাইতে বেশি হরতাল দেওয়ার রেকোর্ড এর মালিকান! আহা শান্তি,শান্তি! জামায়াতের কথা নাইবা বলি, বেপর্দা মেয়ের আচলে ঝুলে ক্ষমতায় যাইতে আপত্তি নাই। কিন্তু,ফতোয়া দিয়ে বেলাজ মেয়েদের(?) দোররা মেরে শিক্ষা দিতে উনাদের অতি উৎসাহ! (হরতালে নারীদের এগিয়ে দেওয়ার মানে কি? নারীকে সমঅধিকার দেয়া?হায়রে নারীনীতি! কোরবানীর হাটে গরু বেচার আগে গরুর গলায়,গায়ে হাত বুলালে গরু খুশি হয় বইকি!) বাচ্চালোগ,তালিয়া বাজাও...........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.