আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানেই খেলতে হবে বাংলাদেশকে!!!!!!!!

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে খেলার ভেন্যুটা অন্য কোথাও সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ফিফা সেই আবেদন নাকচ করে দিয়েছে বলে আজ সোমবার সাংবাদিকদের জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ৩ জুলাই প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগের লড়াইয়ের জন্য পাকিস্তানেই যেতে হবে বাংলাদেশকে। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে প্রথম রাউন্ডের লড়াইয়ে ২৯ জুন ঢাকায় মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। ৩ জুলাই দ্বিতীয় লেগের খেলাটা হবে লাহোরে।

জয়ী দল দ্বিতীয় রাউন্ডে লড়বে লেবাননের বিপক্ষে। পাকিস্তানের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতির কারণেই সেখানে গিয়ে খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এই মাসে জুরিখে ফিফা কংগ্রেসে আমরা অনুরোধ করেছিলাম যেন দুইটা লেগই ঢাকায় আয়োজন করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তারা এই প্রস্তাবে সাড়া দেয়নি। পাকিস্তান সফরের ক্ষেত্রে খরচটা আমাদের একটা বড় ইস্যু।

এ ছাড়া নিরাপত্তার কারণেও কোচ রবার্ট রুবচিচ পাকিস্তানে যেতে রাজি হচ্ছিলেন না। ’ ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে কোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যায়নি বাংলাদেশ। source : prothom-alo.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।